জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ২৭ মার্চ , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের খাবারের দোকান দখল ও আজমেরী গ্লোরী বাস থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।
জবি ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, রাশেদ বিন হাকিম ও ওমর ফারুককে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি-সাধারণ সম্পাদকের সামনে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে তাদের।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে এই কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় ইস্যু করা হয় ওই নোটিস।
নোটিসে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।”
এ বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কেন্দ্রীয় ছাত্রদল সূত্র জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।