চবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ৫ সেপ্টেম্বর , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকায় আপত্তি জানানোর সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা তালিকা নিয়ে অভিযোগ জানাতে পারবেন।
তফসিল অনুযায়ী গত ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। শুরুতে ২, ৩ ও ৪ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণের সুযোগ রাখা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আরও পাঁচ দিন সময় বাড়ানো হলো। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১১ সেপ্টেম্বর।
চাকসু ও হল সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী জানান, বুধবার অনুষ্ঠিত নির্বাচন কমিশনারদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, “খসড়া ভোটার তালিকা নিয়ে শিক্ষার্থীদের আপত্তি জানানোর শেষ সময় ৪ সেপ্টেম্বর থেকে পরিবর্তন করে ৯ সেপ্টেম্বর বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়েছে।”