যবিপ্রবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৪ মে , ২০২৫
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)
বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় গ্যালারিতে আইপিই বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের
সংবর্ধনা আয়োজন করা হয়। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং সম্মাননা স্মারক প্রদান
করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ।
উপাচার্য অধ্যাপক মো. আব্দুল
মজিদ বলেন, বিশ্ববিদ্যালয় মায়ের মতো আর তোমরা সেই মায়ের সন্তান। সন্তান যদি মাকে নিয়ে
গর্ব না করে, কে করবে। সন্তানকেই মাকে নিয়ে গর্ব করতে হবে। আমাদের বর্তমান জাতীয় ও
আন্তর্জাতিক যে র্যাঙ্কিং সেটা নিয়ে আমাদের গর্ব করতে হবে এবং এই ধারাবাহিকতা ধরে
রেখে আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে।
আইপিই বিভাগের চেয়ারম্যান
অধ্যাপক এ. এস. এম. মুজাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের
ডিন ড. মো. আমজাদ হোসেন, সহকারী প্রক্টর কিশোর কুমার সরকার। আরও বক্তব্য দেন আইপিই
বিভাগের সহকারী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, প্রভাষক শোয়েব মুহাম্মদ, বিদায়ী ব্যাচের
শিক্ষার্থী জেবা ও নবীন শিক্ষার্থী স্পন্দন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
আইপিই বিভাগের সহকারী অধ্যাপক সরজিৎ কুমার বিশ্বাস, ড. রুবায়েত করিম, ড. মো. মাহফুজুর
রহমান, রাকেশ রায়সহ বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন আইপিই
বিভাগের শিক্ষার্থী মো. শিহাব উদ্দিন সরকার।
সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের
অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।