প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২৬ এপ্রিল , ২০২৫
অতিরিক্ত ফি আদায় থেকে সৃষ্ট ক্ষোভে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলন শুরুর পর সেখানকার ভিসি, ডিনসহ অন্তত ১০ জন পদধারী শিক্ষক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন ভিসি আবুল কাসেম মিয়া।
পদত্যাগ করা বাকি ১০ জন শিক্ষক তাদের পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, শিক্ষার্থীদের দাবির মুখে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
আন্দোলনের বিষয়ে জানিয়ে যমুনা টিভির অনলাইন পোর্টালে বলা হয়, বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগের এক শিক্ষার্থীর বাবা মৃত্যুবরণ করায় তিনি নির্ধারিত সময়ে মিডটার্ম পরীক্ষা দিতে পারেননি। পরবর্তীতে বিষয়টি লিখিতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলে, কর্তৃপক্ষ তার কাছ থেকে বাবার মৃত্যুর সনদপত্র জমা দিতে বলেন।
শিক্ষার্থী নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী মৃত্যুসনদ জমা দিলেও পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাকে অতিরিক্ত ফি পরিশোধের কথা জানানো হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং শনিবার বিশ্ববিদ্যালয় খোলার পরপরই ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ শুরু হয়।
যদিও শিক্ষার্থীরা বলছেন, এটি মূলত সারা বছর ধরে জমে থাকা অসন্তোষ ও নানা অভিযোগের প্রতিফলন।
দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক অনিয়ম, প্রশাসনিক অব্যবস্থা এবং অসন্তোষজনক ব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন। বাবার মৃত্যুর ঘটনার মাধ্যমে সেই ক্ষোভ বড় পরিসরে প্রকাশ পেয়েছে মাত্র।