প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৬ অক্টোবর , ২০২৫
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড—সাধারণ, মাদ্রাসা ও কারিগরি—একযোগে ফল প্রকাশ করে।
এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, আর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।
দেশজুড়ে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
শিক্ষা বোর্ডগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা তিনভাবে তাদের ফলাফল জানতে পারবেন—
ওয়েবসাইটে প্রতিষ্ঠানের মাধ্যমে: www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে গিয়ে Result Corner থেকে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।
ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে: www.educationboardresults.gov.bd সাইটে গিয়ে বোর্ড, রোল, রেজিস্ট্রেশন ও পরীক্ষার সাল দিয়ে ব্যক্তিগত ফলাফল দেখা যাবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে —
HSC [Board Name-এর প্রথম তিন অক্ষর] [Roll] [Year]
এরপর পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2024 পাঠাতে হবে 16222-এ।
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড—সব বোর্ডই নিজ নিজ ওয়েবসাইটে সকাল ১০টা থেকে ফল প্রকাশ করে।