শাবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২৩ এপ্রিল , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ-চায়না টি সামিট-২০২৫।
পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধীন চাইনিজ কর্নার এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আগামী ২০ মে এই সামিট অনুষ্ঠিত হবে। অংশ নিতে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা চলবে ৫ মে পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।
বুধবার (২৩ এপ্রিল) চায়নিজ কর্নারের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ও চীনের মধ্যে চা বাণিজ্য ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশ-চীন চা বাণিজ্য ও সহযোগিতা উন্নয়ন’।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন থেকে ১২ জন চা ব্যবসায়ী ও উদ্যোক্তা সামিটে অংশ নিবেন। সামিটে অংশ নিতে রেজিস্ট্রেশন বা অন্যান্য তথ্যের জন্য মোবাইল নম্বর ০১৮৭৬-৯৩৭৫৬৬ অথবা chinesecorner-pss@sust.edu ই-মেইল যোগাযোগ করা যাবে।
চায়নিজ কর্নারের সমন্বয়ক অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, সিলেট, মৌলভীবাবার ও হবিগঞ্জ জেলায় প্রায় দেড়শ চা বাগান রয়েছে। সামিটের মাধ্যমে এসব এলাকার চা ব্যবসায়ীদের সাথে চীনের চা ব্যবসায়ীদের একটি যোগসূত্র স্থাপিত হবে। এটি বাংলাদেশ এবং চীনের চা বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের জন্য বড় সুযোগ। এ ধরনের উদ্যোগ সিলেটে এবার প্রথম।