প্রতিবেদক, প্রকাশিত: বৃহস্পতিবার , ২ জানুয়ারী , ২০২৫
পেশাদার ক্রিকেটে পথচলার তিন মাসের মধ্যেই দারুণ এক সুখবর দিলেন ভারতীয় ক্রিকেটার আয়ুশ মাত্র। লিস্ট ‘এ’ ক্রিকেটে দেড়শ ছোঁয়া ইনিংস খেলা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে বিশ্বরেকর্ড করলেন তিনি।
ভারতের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট বিজায় হাজারে ট্রফিতে মঙ্গলবার এই কীর্তি গড়েন আয়ুশ। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নাগাল্যান্ডের বিপক্ষে ১৮১ রান করেন মুম্বাইয়ের ব্যাটসম্যান। ১১ ছক্কা ও ১৫ চারে সাজানো ১১৭ বলের ইনিংসটি খেলার দিন তার বয়স ছিল ১৭ বছর ১৬৮ দিন।
গত ২১ ডিসেম্বর লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় আয়ুশের। প্রথম ম্যাচেই ২ ছক্কা ও ৬ চারে খেলেন ৭৮ রানের ইনিংস।
গত অক্টোবরে প্রথম শ্রেণির টুর্নামেন্ট ইরানি কাপের ম্যাচ দিয়ে পেশাদার ক্রিকেটের আঙিনায় পথচলা শুরু আয়ুশের। রেস্ট অব ইন্ডিয়ার বিপক্ষে ওই ম্যাচে ভালো করতে পারেননি, করেন ১৯ ও ১৪ রান।
এবার বিজায় হাজারে ট্রফিতে তার ব্যাটিং ঝলক। তার বিধ্বংসী ইনিংসের সৌজন্যে নাগাল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ৪০৩ রান করে মুম্বাই। প্রতিপক্ষকে ২১৪ রানে থামিয়ে ১৮৯ রানের বড় জয় তুলে নেয় তারা।