কুবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ৭ জুলাই , ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র্যাগিং প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সহায়তা সেল গঠনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক, কুমিল্লা ইউনিভার্সিটি চ্যাপ্টার’-এর উদ্যোগে সোমবার (৭ জুলাই) প্রক্টর বরাবর দেওয়া স্মারকলিপির মাধ্যমে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি মো. নাইমুর রহমান ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মো. সোহানুল ইসলাম শাওন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, “২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের একটি অংশ বিভিন্ন বিভাগে র্যাগিং, শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হচ্ছেন। এ কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এবং কেউ কেউ ক্যাম্পাস ছাড়ার আশঙ্কা করেছেন।বিষয়টি উদ্বেগজনক ও দুঃখজনক।”
স্মারকলিপিতে এসব ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও শাস্তির দাবি জানানো হয়।
পাশাপাশি বিভাগ ও হলভিত্তিক অ্যান্টি-র্যাগিং মনিটরিং কমিটি গঠন। মানসিক সহায়তা প্রদানে ‘মেন্টাল হেলথ সাপোর্ট সেল’ গঠন। অভিযুক্তদের ক্ষেত্রে পক্ষপাতহীন ও মানবিক আচরণ এবং হল ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।