রাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ব্যাপক সাড়া মিলেছে। ২৩টি পদের বিপরীতে বিতরণ হয়েছে ৩৯৫টি মনোনয়নপত্র। একইভাবে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে ৭৫৪টি এবং সিনেটে ছাত্র প্রতিনিধির ৫টি পদে ৮৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে তিন স্তরের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ হয়েছে মোট ১,২৩৩টি।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটা ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময়। পরে রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাকসুর শীর্ষ তিন পদে (সভাপতি, সাধারণ সম্পাদক ও সহকারী সাধারণ সম্পাদক) ৩৪ জন মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে ভিপি পদে ১৪ জন, জিএস ও এজিএস পদে ১০ জন করে রয়েছেন। এখন পর্যন্ত ভিপি পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী তাসিন খান এবং জিএস পদে চারুকলা অনুষদের শিক্ষার্থী আছিয়া খাতুন নামের দুই নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তবে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ বিভিন্ন ছাত্রসংগঠন ও প্যানেলের পক্ষ থেকে মোট ২১৪টি মনোনয়নপত্র নেওয়া হয়েছে। এসব প্যানেলের মধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, গণ-ছাত্রজোট, আধিপত্যবিরোধী ঐক্য, সচেতন শিক্ষার্থী পরিষদ ও ‘অপরাজেয় ৭১-জাগ্রত ২৪’ রয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ সেপ্টেম্বরের পরই নিশ্চিত হবে কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোট গ্রহণ ও ফল ঘোষণা হবে ২৫ সেপ্টেম্বর।
প্রাধ্যক্ষ পরিষদ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের (১১টি ছাত্র ও ৬টি ছাত্রী হল) প্রতিটির সংসদে ১৫টি করে পদ রয়েছে। সংশ্লিষ্ট প্রাধ্যক্ষের কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র বিতরণ করা হয়।
এদিকে রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার ছিল নমুনা দেওয়ার শেষ দিন। তবে সময় এক দিন বাড়িয়ে বৃহস্পতিবার পর্যন্ত নেওয়া হবে। এর মধ্যে ৮৪৭ জন প্রার্থী নমুনা দিয়েছেন। প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি জানান, কয়েকটি নমুনায় পজিটিভ এসেছে। তবে ওষুধের প্রভাবে এ ধরনের ফল হতে পারে। বিষয়টি পরীক্ষা করে নির্বাচন কমিশনকে জানানো হবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “যেসব প্রার্থী ডোপ টেস্ট করবেন না বা যাদের ফল পজিটিভ আসবে, তাদের প্রার্থিতা বাতিল করা হবে। তবে চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ার কারণে পজিটিভ এলে সেটি যাচাই করে নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”