রাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১৪ অক্টোবর , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন।
নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফটকে বসানো হয়েছে তল্লাশিচৌকি, বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি।
রোববার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তল্লাশি চালানো হচ্ছে। বিজয়–২৪ ও মতিহার হলে যৌথ অভিযানে পাঁচজন অনাবাসিক শিক্ষার্থীকে পাওয়া যায়; তাঁদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আবাসিক হলে পুলিশের প্রবেশ নিয়ে সমালোচনা করেছেন অনেক শিক্ষার্থী। ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলে পুলিশের কাজ কী? যদি পুলিশের কাজ থাকে, তাহলে প্রভোস্টের কাজ কী?’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থীরা এখন অনেক দায়িত্বশীল আচরণ করছেন, আগের তুলনায় হলের পরিবেশ ভালো।
উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব জানান, নির্বাচনের দিন দুই হাজার পুলিশ সদস্যসহ বিজিবি ও র্যাব মোতায়েন থাকবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, নির্বাচনের নিরাপত্তায় থাকবে ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব।
এদিকে সোমবার নবীনবরণ অনুষ্ঠানে প্রার্থীরা নতুন শিক্ষার্থীদের মধ্যে প্রচার চালান। সকালে শিউলি ফুল বিলি করে আলোচনায় আসেন স্বতন্ত্র ভিপি প্রার্থী নোমান ইমতিয়াজ। নবীন শিক্ষার্থীরাও এ উদ্যোগে মুগ্ধতা প্রকাশ করেন।
প্রচারে অংশ নেন ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের জাহিন বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার মোর্শেদ, আহসান হাবীব, ফাহির আমির, সামসাদ জাহান, রমজানুল মোবারক ও দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থী নাঈম হোসেনসহ অনেকে।
বেলা সাড়ে ১১টার দিকে পরিবহন মার্কেটের আমচত্বরে বাউলের সাজে গান গেয়ে প্রচার চালান ছাত্রদল–সমর্থিত প্যানেলের শাহরিয়ার আলম।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট আশা করছি; কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।”