- ডা. আয়েশা আক্তার প্রকাশিত: শুক্রবার , ৩ জানুয়ারী , ২০২৫
শীতের প্রকোপ বাড়তে থাকায় ঢাকার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর পরিমাণ দিন দিন বাড়ছে।
এক্ষেত্রে অধিকাংশই হাল্কা জ্বার, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন।
রাজধানীর মহাখালীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, শীতের সময় আবহাওয়ার পরিবর্তনের কারণে সাধারণত রোগীর চাপ বেড়ে যায়। এখন প্রতিদিন গড়ে প্রায় ৪০০ থেকে ৫০০ রোগী আউটডোরে দেখা হচ্ছে। আর ইনডোরে রোগী থাকছে ১০০ থেকে ১১২ জনের মতো।
রাজধানীর বাইরে থেকেও প্রতিদিন অনেক রোগী আসছেন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে। বিশেষ করে বয়স্ক যারা নিউমোনিয়ায় আক্রান্ত, অ্যাজমা সমস্যা, আবার অনেকের স্কিনে সমস্যা দেখা দেয় তারা আসছেন।
সাধারণত হাসপাতালগুলোতে শীতকালে রোগীর সংখ্যা বাড়ে।
তিনি বলেন, এখন বাইরে বেরোতে হলে একটু গরম জামাকাপড় পরতে হবে। ঘরে থাকার সময় ঠান্ডা পানি না খাওয়া, কুসুম গরম পানি দিয়ে গোসল করা, শীতে প্রচুর শাকসবজি পাওয়া যাচ্ছে সেসব খাওয়া উচিত। সঙ্গে প্রচুর পানি খাওয়া দরকার। আবার অনেকে এখন গ্রামে যাচ্ছেন। সেখানে আগুন পোহান। এ সময় সতর্ক থাকা দরকার। কারণ অনেক সময় আগুনে দুর্ঘটনা ঘটে।