প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৭ এপ্রিল , ২০২৫
বিশ্বের অতিধনীদের সম্পদের পরিমাণ বাড়ছেই। বদৌলতে প্রতিবছর বাড়ছে বিলিয়নিয়ার বা শতকোটিপতির সংখ্যাও। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর সদ্য প্রকাশিত বৈশ্বিক বিলিয়নিয়ার লিস্ট বা অতিধনীদের নিয়ে তৈরি করা তালিকায় সেটিই প্রতিফলিত হয়েছে।
গত ৭ মার্চ পর্যন্ত বিশ্বের যেসব অতিধনীর সম্পদের পরিমাণ কমপক্ষে এক বিলিয়ন বা ১শ কোটি মার্কিন ডলার বা তার চেয়ে বেশি ছিল, তাদের নামই ফোর্বস–এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এবারের তালিকায় রেকর্ড তিন হাজার ২৮ জন অতিধনীর নাম স্থান পেয়েছেন। এই সংখ্যা গত বছরের চেয়ে ২৪৭ জন বেশি। তালিকায় থাকা শীর্ষ ১০ অতিধনীর সম্পদের হিসাব ক্যাম্পাস মিরর-এর পাঠকের জন্য তুলে ধরা হলো।
১. ইলন মাস্ক
বিশ্বের নাম্বার ওয়ান বিলিয়নিয়ার বা এক নম্বর অতিধনী ব্যক্তির জায়গাটি নিজের করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলন মাস্ক। যিনি সাতটি কোম্পানির সহপ্রতিষ্ঠাতা। ফোর্বস–এর ২০২৫ সালের শতকোটিপতি তালিকায় ইলন মাস্কের নিট সম্পদের মূল্য উল্লেখ করা হয়েছে ৩৪২ বিলিয়ন বা ৩৪ হাজার ২০০ কোটি মার্কিন ডলার, যা গত বছর ছিল ১৯৫ বিলিয়ন ডলার। এক বছরে তার সম্পদ বেড়েছে প্রায় ১৪৭ বিলিয়ন ডলার।
২. মার্ক জাকারবার্গ
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন সামাজিক যোগাযোগমাধ্যম মেটার সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এক বছরে তার সম্পদ বেড়েছে ৩৯ বিলিয়ন ডলার। ২০২৫ সালের তালিকায় তার নিট সম্পদমূল্য উল্লেখ করা হয় ২১৬ বিলিয়ন বা ২১ হাজার ৬০০ কোটি ডলার।
৩. জেফ বেজোস
ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস এবারে ২১৫ বিলিয়ন ডলার নিট সম্পদ নিয়ে ফোর্বস–এর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন। মার্কিন এই ধনকুবেরের গত এক বছরে সম্পদমূল্য বেড়েছে ২১ বিলিয়ন ডলার। ১৯৯৪ সালে তিনি অ্যামাজন প্রতিষ্ঠা করেন।
৪. ল্যারি এলিসন
যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট ওরাকল করপোরেশনের নির্বাহী চেয়ারম্যান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। এর আগে তিনি ৩৭ বছর কোম্পানির সিইও ছিলেন। প্রতিষ্ঠানটির প্রায় ৪০ শতাংশ মালিকানা তার হাতে। তিনি এখন ১৯২ বিলিয়ন ডলারের সম্পদের মালিক, যা গত বছরের চেয়ে ৫১ বিলিয়ন ডলার বেশি।
৫. বার্নার্ড আর্নল্ট ও পরিবার
মোট ৭৫টি ফ্যাশন ও কসমেটিকস ব্র্যান্ডের সমন্বয়ে গঠিত এলভিএমএইচ সাম্রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। গত বছর ২৩৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ফোর্বস–এর বিলিয়নিয়ার তালিকায় তিনি প্রথম স্থান দখল করলেও এবার পঞ্চম স্থানে নেমে গেছেন। গত এক বছরে তার সম্পদ ৫৫ বিলিয়ন ডলার কমে ১৭৮ বিলিয়ন ডলারে নেমেছে।
৬. ওয়ারেন বাফেট
যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেটের সম্পদ গত এক বছরে প্রায় ২১ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ বিলিয়ন ডলার। ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট বিশ্বে ‘বিনিয়োগ গুরু’ বা সর্বকালের অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে বিবেচিত। ২০২৫ সালের তালিকায় তার অবস্থান ষষ্ঠ।
৭. ল্যারি পেইজ
তালিকায় সপ্তম অবস্থানে আছেন মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেইজ। তার সম্পদমূল্য গত এক বছরে প্রায় ৩০ বিলিয়ন ডলার বেড়ে ১৪৪ বিলিয়ন ডলারে উঠেছে।
৮. সের্গেই ব্রিন
১৩৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে অষ্টম স্থানে রয়েছেন গুগলের আরেক সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। এক বছরে তিনি ২৮ বিলিয়ন ডলার সম্পদ বাড়িয়েছেন।
৯. অ্যামনচিও ওর্তেগা
স্পেনের ধনকুবের অ্যামেচিও ওর্তেগা ফ্যাশন জগতে আরেক পরিচিত নাম। গত এক বছরে তার সম্পদ বেড়েছে প্রায় ২১ বিলিয়ন ডলার। বদৌলতে ২০২৫ সালে তাঁর নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২৪ বিলিয়ন ডলার।
১০. স্টিভ বলমার
মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী (সিইও) স্টিভ বালমার গত এক বছরে প্রায় তিন বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছেন। তারপরও তিনি বর্তমান বিশ্বের দশম শীর্ষ ধনী। বর্তমানে তিনি প্রায় ১১৮ বিলিয়ন ডলার সম্পদের মালিক।